Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গা সীমান্তে ৩ কেজি সোনাসহ যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সীমান্তে ৩ কেজি সোনাসহ যুবক গ্রেপ্তার
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে সোনার বারসহ গ্রেপ্তার মো. আফসার আলী। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে সোনার ৩০টি বার ও টুকরো জব্দ করা হয়েছে। যার ওজন তিন কেজির বেশি এবং মূল্য পৌনে ৪ কোটি টাকার অধিক। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত যুবকের নাম মো. আফসার আলী (২৮)। তিনি উপজেলার ঝাঝাডাংগা গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সুলতানপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই সোনাসহ আফসারকে আটক করে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সোনার একটি চালান সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে বিশেষ টহল দল ছয়ঘড়িয়া প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তিকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাঁর কোমরে পরা কাপড়ের বেল্ট থেকে ছোটবড় ১৬টি সোনার বার এবং ১৪টি ছোট টুকরো জব্দ করা হয়। জব্দ সোনার আনুমানিক ওজন ৩ কেজি ৬ গ্রাম এবং বর্তমান বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় আফসারের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে। আর জব্দ সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালীগঞ্জে পেটে রড ঢুকিয়ে যুবককে হত্যা, রক্ষা করতে এসে শ্বশুর আহত

খুলনায় পাউবোর বাঁধ ভেঙে শতাধিক বসতবাড়ি প্লাবিত

নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা দাবি, গ্রেপ্তার ২

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন: দুর্যোগ মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী

আমার দেশ সম্পাদককে হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক নেতা গ্রেপ্তার

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মনিরামপুরের সাবেক ইউপি সদস্য নিহত

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

কেশবপুরে বিলুপ্তপ্রায় প্যাঁচা উদ্ধার

ঈদের দিন ‘মদ্যপানে’ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯

কুষ্টিয়ায় ১২ ঘণ্টায় সড়কে ঝরল মামা-ভাগনেসহ ৪ প্রাণ