Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

বাইসাইকেলে হজযাত্রা, মিয়ানমারে ঢুকতে না পেরে ঢাকায় থাই নাগরিক

মাগুরা প্রতিনিধি

বাইসাইকেলে হজযাত্রা, মিয়ানমারে ঢুকতে না পেরে ঢাকায় থাই নাগরিক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অদূরের একটি শহর চেঙ্গাং মাই। সেখান থেকে বাইসাইকেল চালিয়ে হজ করার উদ্দেশে ঘর ছেড়েছেন আব্দুস সালাম। কিন্তু ব্যাংকক থেকে মিয়ানমারের ঢোকার অনুমতি না পেয়ে বিমানে ঢাকায় নেমেছেন বাইসাইকেল নিয়ে। 

ঢাকা থেকে গতকাল শনিবার রাতে মাগুরা জেলা শহরের পারনান্দুয়ালী পৌঁছান তিনি। এ সময় কথা হয় ৬৪ বছর বয়সী ধাই নাগরিক আব্দুস সালামের সঙ্গে। 

ঢাকা থেকে বাইসাইকেল চালিয়ে পাটুরিয়ার ফেরি ঘাট হয়ে শনিবার মাগুরায় পৌঁছান থাই নাগরিক আব্দুস সালাম। ছবি: আজকের পত্রিকাকিছুটা ইংরেজিতে কথা বলতে পারেন আব্দুস সালাম। আজকের পত্রিকাকে তিনি জানান, ছোটবেলা থেকে তাঁর বাইসাইকেল চালানো শখ। নিজ দেশে তিনি বহুবার ঘুরে বেরিয়েছেন নানা জায়গাতে। গত তিন বছর আগে থেকে পরিকল্পনা করেন বাইসাইকেল চালিয়ে হজ করতে যাবেন। এরপর বাড়ি থেকে বের হন এ মাসের ১৫ জানুয়ারিতে। পরের দিন ব্যাংকক পৌঁছে জানলেন মিয়ানমারে নানা জটিলতায় ঢুকতে পারবেন না। তাই প্লেনে করে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান তিনি। সেখানে থেকে বাইসাইকেল চালিয়ে পাটুরিয়ার ফেরি ঘাট হয়ে শনিবার পৌঁছান মাগুরা জেলায়। কিন্তু সন্ধ্যা নামায় শনিবার সন্ধ্যায় শহরের পারনান্দুয়ালী এলাকার বেপারী পাড়া মসজিদে আসেন। এরপর স্থানীয়রা তাঁকে রাতে থাকার ব্যবস্থা করেন।

আব্দুস সালাম জানান, তিনি তাঁর এলাকায় একটি প্রাইমারি স্কুলের শিক্ষক। তবে অবসরপ্রাপ্ত হওয়ার পর বাইসাইকেল চালিয়ে হজ করতে যাওয়ার পরিকল্পনা করেন। তাঁর স্ত্রীও শিক্ষক। কোনো সন্তান না থাকায় দুজনের জীবন অনেকটা নিজেদের মতো করে কাটাচ্ছেন তাঁরা। 

স্থানীয়রা আতিথেয়তা করে রাতে থাকার ব্যবস্থা করেন। ছবি: আজকের পত্রিকাথাই এই নাগরিক জানান, পথ চেনার জন্য তিনি গুগল ম্যাপকে কাজে লাগাচ্ছেন। মাগুরা থেকে যশোর গিয়ে তিনি বেনাপোল সীমান্ত বন্দরে যাবেন। সেখানে থেকে ভারতে ঢোকার অনুমতি পেলে রোববারেই ভারত থেকে দিল্লির দিকে যাবেন বাইসাইকেলে। তাঁর ইচ্ছা ভারত থেকে কাশ্মীর হয়ে পাকিস্তান যাবেন। এরপর ইয়েমেন থেকে ইরান সীমান্ত হয়ে সৌদি আরবে ঢুকবেন। সৌদি যেতে অন্তত ৬ মাস লাগতে পারে বলে জানান তিনি।

পারনান্দুয়ালী এলাকার ইমরান হোসেন জানান, আজ রোববার ফজরের নামাজ মসজিদে পড়েন এই থাই নাগরিক। এরপর বিদায় দিতে গ্রামের অনেকে জড়ো হন।

ওষুধ নেই, সংকট লোকবলেরও

তক্তা দিয়ে চিত্রা নদী পারাপার

ইউএনও দপ্তরের নাজিরকে মারপিট, থানা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

যশোরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে স্থায়ী বহিষ্কার

মাগুরায় শিশুকে ধর্ষণের অভিযোগ: বিক্ষুব্ধ জনতার থানা ঘেরাও, সেনাবাহিনীর উপস্থিতিতে ছত্রভঙ্গ

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

খুলনায় চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার শিশু, শ্বশুর ও স্বামী পুলিশ হেফাজতে

সাবেক স্ত্রীর সঙ্গে ‘পরকীয়া’, খালুর ২ চোখ তুলে নেওয়ার চেষ্টা ক্ষুব্ধ যুবকের