নড়াইলের লোহাগড়ায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নবগঙ্গা নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে মল্লিকপুর ইউনিয়নের হাট পাচুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ (১৪) মধ্য পাঁচুড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে হাট পাচুরিয়া নুরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে মাদ্রাসা থেকে বন্ধুদের সঙ্গে গোসল করার জন্য নবগঙ্গা নদীতে যায় আব্দুল্লাহ। সে তার বন্ধুদের সঙ্গে নদীতে নামলে বন্ধুরা উঠতে পারলেও আব্দুল্লাহ উঠে আসেনি। বিষয়টি টের পেয়ে বন্ধুরা খোঁজাখুঁজির একপর্যায়ে পানি থেকে তাকে তুলে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, পুলিশ খবর পেয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।