নড়াইলের লোহাগড়ায় প্রাইভেট কারে ছাগল চুরি করে পালানোর সময় দুজনকে আটক করেছেন স্থানীয় জনগণ। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেন তাঁরা। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
আজ বুধবার সকালে লোহাগড়া উপজেলার মাকড়াইল এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার মিজানুর ভূঁইয়ার ছেলে মেহেদী ভুইঁয়া (২৫) এবং লোহাগড়া উপজেলার পার-মল্লিকপুর গ্রামের সলেমান শেখের ছেলে হেলাল শেখ (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার মাকড়াইল মোল্লা পাড়ায় মিলন নামের এক ব্যক্তির ছাগল নিয়ে প্রাইভেট কারযোগে পালাচ্ছিলেন দু-তিনজন। এ সময় স্থানীয় জনতা দেখতে পেয়ে প্রাইভেট কার আটকাতে গেলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে তাড়া করে লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজার এলাকায় গাড়িটি আটকান স্থানীয়রা। এ সময় গাড়ি রেখে পালিয়ে যান চালক।
এ সময় উপস্থিত জনতা ও ছাগলের মালিক মিলন দুজনকেসহ প্রাইভেট কারটি আটকিয়ে থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেহেদী ভুইঁয়া ও হেলাল শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় ছাগল ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।