Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় বাণিজ্যমেলা নিয়ে যাওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বাণিজ্যমেলা নিয়ে যাওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ 

কুষ্টিয়ায় বাণিজ্যমেলা দেখতে নিয়ে যাওয়ার কথা বলে লিটন আলী নামে এক যুবকের বিরুদ্ধে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া মডেল থানায় ধর্ষণের মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। শিশুটি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এর আগে মঙ্গলবার শহরের পিয়ারাতলার মুক্তি পুকুর এলাকায় ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত লিটন আলী শহরের পিয়ারাতলার মুক্তি পুকুর এলাকার বাসিন্দা। ঘটনা পর থেকে তিনি পলাতক। 


এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত ধর্ষক লিটন আলীকে দ্রুত আইনের আওতায় আনা হবে। তাকে ধরতে কাজ করছে পুলিশ।’ 

হাসপাতালে শিশুর স্বজনরা জানান, গত বুধবার বিকেলে কুষ্টিয়া হাউজিং এলাকায় বাণিজ্য মেলা দেখার কথা বলে শিশুটিকে বাসা থেকে নিয়ে যায় লিটন নামে প্রতিবেশী এক যুবক। মেলা দেখার পর আইসক্রিম খাওয়ার প্রলোভন দিয়ে বাগানে নিয়ে ধর্ষণ করে লিটন এবং এই ঘটনা কাউকে না বলার জন্য শিশুটিকে হুমকি দেয়। 

শিশুটি বাড়িতে এসে অসুস্থ ও অস্বাভাবিক আচরণ করলে তার বাবা–মায়ের সন্দেহ হয়। পরে শিশুটি তার মায়ের কাছে সবকিছু বলে। পরে শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন আছে। 

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। তবে শিশুটির শঙ্কামুক্ত রয়েছে।’

দুই রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি, ক্লিনিক সিলগালা

চুয়াডাঙ্গায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার না হওয়ায় এসপি অফিসের সামনে অবস্থান

ঘুষি মেরে ট্রাফিকের নাক ফাটানো ছাত্রদল নেতা কারাগারে

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা আটক

খুলনায় কসাইকে কুপিয়ে হত্যা: একদিন পর অভিযুক্ত কসাইয়ের লাশ মিলল নদীতে

ঘুষি মেরে পুলিশ সদস্যের নাক ফাটানোয় ছাত্রদল নেতা আটক

যবিপ্রবিতে বঙ্গবন্ধু একাডেমিক ভবনসহ ৫ স্থাপনার নতুন নামকরণ

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

সালিসে হাতাহাতিতে আহত কৃষকের মৃত্যু, সাবেক সেনাসদস্য আটক