মেহেরপুরের গাংনীতে ফুটন্ত গরম পানিতে ঝলসে আব্দুস সোবহান (৪৭) নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আব্দুস সোবহান মটমুড়া ইউপি সদস্য ও মোহাম্মদপুর গ্রামের মো. তফিল উদ্দীনের ছেলে।
মটমুড়া ইউপি চেয়ারম্যান মো. সোহেল আহমেদ মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, গত শনিবার সকাল ৭টার দিকে নিজ বাড়িতে কড়াইয়ে হলুদ সিদ্ধ করার সময় ফুটন্ত গরম পানি আব্দুস সোবহানের শরীরের ওপর পড়ে। এতে তার শরীরের বেশির ভাগ অংশ ঝলসে যায়। দ্রুত চিকিৎসার জন্য তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ বুধবার সকাল ১০টায় জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফন করা হয়।