Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কুমারখালীতে মাদক মামলায় ৩ জন কারাগারে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুমারখালীতে মাদক মামলায় ৩ জন কারাগারে

কুষ্টিয়ার কুমারখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় ৩ জনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

আসামিরা হলেন-কুমারখালী পৌরসভার এলংগীপাড়ার মৃত কিয়াম উদ্দিনের ছেলে মতিয়ার রহমান, আজিম ইসলামের ছেলে নাজমুল ইসলাম ও উপজেলার নন্দনালপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে রবিউল ইসলাম। 

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এলংগীপাড়া এলাকায় থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। অভিযানে আসামি মতিয়ার রহমানের বাড়ির পাশ থেকে ৪৩ লিটার তাড়ি (মাদকদ্রব্য) জব্দ করা হয়। পরে মতিয়ারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নম্বর-২। ওই মামলায় আজ আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

জব্দকৃত মাদকদ্রব্য। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, তালগাছের রসের সঙ্গে ঘুমের ওষুধসহ বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে পচানোর পর মাদকদ্রব্য তাড়ি তৈরি করা হয়। যা সম্পূর্ণ নিষিদ্ধ। আসামিদের তিনজনের নামে থানায় মামলা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, মাদকের সঙ্গে পুলিশের কোনো আপস নেই। মাদকমুক্ত এলাকা গড়তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বদনাম ঘোচাতে কঠোর তবু থামছে না দখল

গ্যাস পাইপলাইন রুট পরিবর্তনের প্রতিবাদ, খুলনা অচল কর্মসূচির হুমকি

কুমিল্লায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৬

‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো নারীর প্রজনন স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে’

মাগুরায় শিশু ধর্ষণ: চার আসামি কারাগারে

দাম না পেয়ে খালে ফেলা হলো পাকা টমেটো

মাগুরায় শিশু ধর্ষণ: ভগ্নিপতিসহ ৪ জনকে আসামি করে মামলা

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নেতা নিহত

চৌগাছায় বাবাকে কুপিয়ে হত্যা করে পালাল ছেলে

ইবিতে চার দশকেও নারী শিক্ষার্থীরা ‘বৈষম্যর শিকার’