কুষ্টিয়ার কুমারখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় ৩ জনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আসামিরা হলেন-কুমারখালী পৌরসভার এলংগীপাড়ার মৃত কিয়াম উদ্দিনের ছেলে মতিয়ার রহমান, আজিম ইসলামের ছেলে নাজমুল ইসলাম ও উপজেলার নন্দনালপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে রবিউল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এলংগীপাড়া এলাকায় থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। অভিযানে আসামি মতিয়ার রহমানের বাড়ির পাশ থেকে ৪৩ লিটার তাড়ি (মাদকদ্রব্য) জব্দ করা হয়। পরে মতিয়ারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নম্বর-২। ওই মামলায় আজ আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওসি আরও বলেন, মাদকের সঙ্গে পুলিশের কোনো আপস নেই। মাদকমুক্ত এলাকা গড়তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।