হোম > সারা দেশ > খুলনা

২ দিনেও মধুমতী নদীতে নিখোঁজ বীর মুক্তিযোদ্ধার সন্ধান মেলেনি 

বাগেরহাট প্রতিনিধি

দুই দিনেও বাগেরহাটের মোল্লাহাটে মধুমতী নদীতে নিখোঁজ বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমানের (৭২) সন্ধান মিলেনি। আজ শনিবার বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাঁর কোনো সন্ধান পাননি। এর আগে বৃহস্পতিবার মধুমতীর গিরিশনগর খেয়াঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।

বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান উপজেলার কদমতলা গ্রামের মৃত আব্দুল হাই শেখের ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।

হাফিজুর রহমানের মেয়ে ফারহান ইসরাত শাওন আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির সামনে মধুমতী নদীতে আব্বু গোসল করতে যায়। পানির স্রোতে ভেসে যায়, তখন কাছেই ছিল একটি নৌকা। ওই নৌকার মাঝিকে শিশুরা বলেছিল, স্রোতে ভেসে যাওয়া লোককে নৌকায় তুলতে, কিন্তু মাঝি তাকে উদ্ধার করেনি। এরপর শিশুরা একসঙ্গে সাঁতরে এগোচ্ছিল, তখন সামনে বেশি স্রোতে তারাও ভেসে তলিয়ে যাওয়ার আশঙ্কায় কূলে ফিরে আসে এবং ডাক–চিৎকার করে।

‘ততক্ষণে ভেসে যায় আব্বু। তখন নাকি শেষবারের মতো হাত তুলে উদ্ধারের ইশারা করে তলিয়ে যায়। এ ঘটনায় শিশুরা ওই মাঝির প্রতি ক্ষোভ প্রকাশ করে। প্রশাসন ও ডুবুরিদের মাধ্যমে আমি আমার বাবার সন্ধান চাই।’

মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার শরিফ আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান মধুমতী নদীতে গোসল করতে নেমে স্রোতে ডুবে যায়—এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই উদ্ধার অভিযান চালানো হয়। এ ছাড়া খুলনা থেকে অভিজ্ঞ ডুবুরিরা দলের সহযোগিতায় নদীতে তল্লাশি কাজ করা হয়।’ এখনো সন্ধান মেলেনি বলে জানান ওই কর্মকর্তা।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন