Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে এলাকাবাসী

বাগেরহাট প্রতিনিধি

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে এলাকাবাসী

বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে বাঘের উপস্থিতি টের পাওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। গতকাল সোমবার রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মুজিবর হাওলাদারের বাড়ির পাশে বাঘের উপস্থিতি টের পান এলাকাবাসী। পরে খবর পেয়ে ওয়ইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা সেখানে উপস্থিত হন। সবাই এক সঙ্গে গিয়ে বাঘটি দেখতে না পেলেও মাটিতে বাঘের পায়ের ছাপ পেয়েছেন। 

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘বাঘটিকে সরাসরি না দেখতে পারলেও, আমরা বাঘের পায়ের ছাপ দেখেছি। বাঘের শরীরের গন্ধ টের পেয়েছেন মুজিবর হাওলাদারের পরিবারের সদস্যরা। 

শরণখোলায় লোকালয়ে বাঘের পায়ের ছাপ। ছবি: আজকের পত্রিকাশরণখোলা ওয়াইল্ড টিমের ফিল্ড ফেসিলেটর আলম হাওলাদার বলেন, ‘গত কয়েক দিন ধরে সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের বিভিন্ন স্থানে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। রোববার বিকেল, গতকাল রাতে ও আজ মঙ্গলবার সকালে বাঘের নতুন নতুন পায়ের ছাপ দেখা গেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঘটিকে সরাসরি না দেখা গেলেও গত রাতে সোনাতলা গ্রামের মুজিবর হাওলাদারের বাড়ির পাশে বাঘের নড়াচড়া টের পেয়েছেন বাড়ির মানুষজন। এ সময় আমরা সেখানে পৌঁছালে আর বাঘটিকে দেখতে পাইনি। এর আগে রোববার ও সোমবার ওই বাড়ির পাশে ভোলা নদীর চরে এবং আশপাশের এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।’ 

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সোনতলা গ্রামে বাঘের পায়ের ছাপ দেখার পর ভোলা ফরেস্ট ক্যাম্পের বনরক্ষীদের খোঁজ নিতে বলা হয়েছে। এ ছাড়া বন সুরক্ষায় নিয়োজিত সহব্যবস্থাপনা কমিটির সদস্যদের গ্রামে পাহারায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও চলতি বছরের ১১ জানুয়ারি রাতে এই একই গ্রামে বাঘ এসেছিল।

দৌলতপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

দর্শনায় একের পর এক বোমার মতো বস্তু

সাতক্ষীরায় মাটির দেয়াল চাপা পড়ে একজনের মৃত্যু

দখলদারদের লোভে খুলনা বিভাগের ৩৭টি নদী সংকটাপন্ন

মাগুরায় ধর্ষণে শিশুর মৃত্যু: দ্বিতীয় দিনেও আসামির বাড়িতে ভাঙচুর, কেটে নেওয়া হচ্ছে গাছ

সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংসসহ আটক ১

দৌলতপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাগুরার শিশুটির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সড়কে শ্যালোইঞ্জিন যানের মরণফাঁদ

দৌলতপুরে সেনা অভিযানে ভারতীয় পিস্তল উদ্ধার