হোম > সারা দেশ > খুলনা

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে এলাকাবাসী

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে বাঘের উপস্থিতি টের পাওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। গতকাল সোমবার রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মুজিবর হাওলাদারের বাড়ির পাশে বাঘের উপস্থিতি টের পান এলাকাবাসী। পরে খবর পেয়ে ওয়ইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা সেখানে উপস্থিত হন। সবাই এক সঙ্গে গিয়ে বাঘটি দেখতে না পেলেও মাটিতে বাঘের পায়ের ছাপ পেয়েছেন। 

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘বাঘটিকে সরাসরি না দেখতে পারলেও, আমরা বাঘের পায়ের ছাপ দেখেছি। বাঘের শরীরের গন্ধ টের পেয়েছেন মুজিবর হাওলাদারের পরিবারের সদস্যরা। 

শরণখোলা ওয়াইল্ড টিমের ফিল্ড ফেসিলেটর আলম হাওলাদার বলেন, ‘গত কয়েক দিন ধরে সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের বিভিন্ন স্থানে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। রোববার বিকেল, গতকাল রাতে ও আজ মঙ্গলবার সকালে বাঘের নতুন নতুন পায়ের ছাপ দেখা গেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঘটিকে সরাসরি না দেখা গেলেও গত রাতে সোনাতলা গ্রামের মুজিবর হাওলাদারের বাড়ির পাশে বাঘের নড়াচড়া টের পেয়েছেন বাড়ির মানুষজন। এ সময় আমরা সেখানে পৌঁছালে আর বাঘটিকে দেখতে পাইনি। এর আগে রোববার ও সোমবার ওই বাড়ির পাশে ভোলা নদীর চরে এবং আশপাশের এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।’ 

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সোনতলা গ্রামে বাঘের পায়ের ছাপ দেখার পর ভোলা ফরেস্ট ক্যাম্পের বনরক্ষীদের খোঁজ নিতে বলা হয়েছে। এ ছাড়া বন সুরক্ষায় নিয়োজিত সহব্যবস্থাপনা কমিটির সদস্যদের গ্রামে পাহারায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও চলতি বছরের ১১ জানুয়ারি রাতে এই একই গ্রামে বাঘ এসেছিল।

১০০ থেকে ৫০০ তুলে দেওয়া হয় ২০ টাকা

৪২ কোটি টাকার অবৈধ সম্পদ: শাহীন চাকলাদারের নামে দুদকের মামলা

নাশকতার মামলা: খুলনার সাবেক এমপি মঞ্জুসহ বিএনপির ৬৪ আসামির সবাই খালাস

সুন্দরবন উপকূল থেকে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১

বৈষম্যবিরোধী ছাত্র ও নাগরিক কমিটির নেতা-কর্মীদের ওপর হামলায় মামলা, চার নেতাকে অব্যাহতি

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তাঁর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

গদখালীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে যশোরে বিক্ষোভ

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

লাভজনক হওয়ায় ঝিনাইদহে বেড়েছে ভুট্টা চাষ

গাঁদা ফুল চাষে বিপাকে কৃষকেরা, জমির পাশেই পড়ে নষ্ট হচ্ছে