হোম > সারা দেশ > খুলনা

শ্যামনগরে কৃষক লীগ নেতা হত্যা মামলায় আ.লীগ নেতা রিমান্ডে

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামি খোলপেটুয়া ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নয়ন বিশ্বাস এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সরল কুমার বিশ্বাস জিজ্ঞাসাবাদের জন্য লোকমান বিশ্বাসকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সরল কুমার বিশ্বাস বলেন, ১৮ জুলাই আত্মসমর্পণ করার পর লোকমান বিশ্বাসকে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে থানায় আনা হয়েছে।

প্রসঙ্গত, খোলপেটুয়া গ্রামের চিংড়ি ঘেরের ২৫ বিঘা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ৪ জুলাই মধ্যরাতে ডিঙি নৌকায় স্ত্রী ফিরোজাকে বেঁধে রেখে গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কাশেম কাগুচীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আবু মুসা গাজী, লোকমান গাজী, আব্দুর রহিম, শুকুর আলী সরদার, মিজান গাজী, সালাহউদ্দিন গাজী, সেকেন্দার গাজী ও আবু শ্যামা গাজীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আটজনের বিরুদ্ধে ৫ জুলাই শ্যামনগর থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারভুক্ত তিনজন ও এজাহারবহির্ভূত পাঁচজন বর্তমানে কারাগারে রয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না: ডা. শফিকুর রহমান

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে পাঁচ তরুণের ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান

মোংলায় নিয়ন্ত্রণ হারানো ভটভটি উল্টে চালকসহ নিহত ২

যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে যশোরে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ

সেকশন