হোম > সারা দেশ > খুলনা

মীর মশাররফ হোসেনের জন্মদিনে ‘জমিদার-দর্পণ’ মঞ্চায়ন

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

বাংলা সাহিত্যের অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্মদিন ছিল আজ ১৫ নভেম্বর। এ উপলক্ষে ২ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। আজ সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের বসতভিটায় মঞ্চস্থ নাটক ‘জমিদার-দর্পণ’।

এর মধ্য দিয়েই আজ শেষ হয় মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্ম দিন ঘিরে আয়োজিত ২ দিনের অনুষ্ঠানমালার। এর আগে আজ বিকেল ৪টার দিকে শুরু সমাপনী দিনের আলোচনা সভা। আলোচনা সভা শেষে মীর মশারফের জন্মদিন উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। গতকাল রোববার মীর মশাররফ হোসেনের উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়। 

সমাপনী অনুষ্ঠানে জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) মো. আরিফ-উজ-জামান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. খাইরুল আলম, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিনয় কুমার সরকার, বিশিষ্ট কবি সৈয়দ আবদুস সাদিক, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর। 

আয়োজক সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে লাঠিখেলার মধ্য দিয়ে শুরু হয় বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা। উদ্বোধনী দিনের বিকেলে আলোচনা সভা ও রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।  

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন