মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ঘূর্ণিঝড় ‘মিধিলি’ খেপুপাড়া উপকূলে আঘাত হেনে দুর্বল হয়ে গেছে। মোংলা সমুদ্রবন্দর ও পায়রা সমুদ্রবন্দরের জন্য জারি করা ৭ নম্বর বিপদসংকেত নামিয়ে নিয়ে ৩ সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বিপদসংকেত নামলেও মোংলা বন্দরে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। পণ্য খালাস বা পণ্যবোঝাইয়ের জন্য দেশি-বিদেশি ১৫টি বাণিজ্যিক জাহাজ সাগরে নোঙর করে আছে বলে মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার (অপারেশন) আমিনুর রহমান জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বন্দরে অবস্থানরত মার্চেন্ট শিপকে মুভমেন্ট করতে নিষেধ করা হয়েছে। পণ্য খালাস শেষে বন্দর ত্যাগ করার কথা থাকলেও ঝড়ের কারণে যেতে পারেনি ভারতের পতাকাবাহী ‘এমভি জাগ রানী’ ও বাংলাদেশের পতাকাবাহী ‘এমভি জাহান ব্রাদার্স’ নামের দুটি জাহাজ।
ঘূর্ণিঝড়ের প্রভাবে মোংলাসহ উপকূলীয় এলাকায় সকাল থেকে হালকা বাতাসসহ ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।