হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় পুকুরে বস্তাবন্দি টুকরো মরদেহ, নিখোঁজ মাথা-পা

প্রতিনিধি

মহম্মদপুর (মাগুরা): মাগুরার মহম্মদপুরে পরিত্যক্ত একটি পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় মো. আজিজুর রহমান (৩০) নামে একজনের দুই টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে বিনোদপুরের কালুকান্দির মতিয়ার মোল্লার পরিত্যক্ত পুকুর থেকে দেহ ও একটি পা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই যুবকের একটি পা ও মাথা এখনো নিখোঁজ রয়েছে।

নিহত আজিজুর রহমান শালিখা উপজেলার সংকোচ খালি গ্রামের আজিজুর রহমানের ছেলে। তিনি ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

জানা যায়, আজ সকালে ওই পরিত্যক্ত পুকুর পাড়ে গাছে পাতা ঝাড়ু দিতে গেলে প্রথমে মতিয়ার মোল্লার স্ত্রী রক্তমাখা বস্তা দেখতে পায়। পরে তিনি স্থানীয় লোকজন ও পুলিশে খবর দেয়। পুলিশ এসে বস্তা খুললে ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় হাত বাঁধা দেহ ও একটি পা পাওয়া যায়।

পরে মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত করেছেন তাঁর ছোট ভাই হাবিবুর রহমান। লাশের পরনের কালো প্যান্ট ও নীল রঙের শার্ট দেখে তাঁকে চিনতে পারেন হাবিবুর।

হাবিবুর রহমান বলেন, 'মাগুরা সদরের ইছাকাদা গ্রামে আলতাব উদ্দিনের মেয়েকে বিয়ে করেন আজিজুর। তাঁর চাচাতো শ্যালকদের সঙ্গে শত্রুতা ছিল। তাঁরাই এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।'

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, একটি বস্তাবন্দী পলিথিনে মোড়ানো হাত বাঁধা লাশ পড়ে আছে বলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাঁর একটি পা ও মাথা এখনো উদ্ধার হয়নি। পুলিশ পা ও মাথা উদ্ধারের চেষ্টা করছে এবং কী কারণে হত্যা করা হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার