হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় বজ্রপাতে গৃহবধূসহ ৪ জনের মৃত্যু 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি স্থানে বজ্রপাতে গৃহবধূসহ চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচ জন। আজ বুধবার উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়ের পাড়া ও ফারকপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

মৃতরা হলেন–গড়েরপাড়া এলাকার হাউস জদ্দারের ছেলে আওলাদ হোসেন (৬০), ময়েন আলীর ছেলে নিজাম হোসেন (৪২), মুজাম হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২০) ও ফারাকপুর গ্রামের জামান হোসেনের স্ত্রী জহুরা খাতুন (৪০)। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় গৃহবধূসহ চারজনের মৃত্যু হয়েছে। দুপুরে গড়ের পাড়া এলাকার মাঠে কাজ করছিল সাত থেকে আটজন কৃষক। আকাশে মেঘ দেখে মাঠের মধ্যে থাকা একটি মাচায় আশ্রয় নিলে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় আহতাবস্থায় সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিন কৃষককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

অপর দিকে ফারাকপুর গ্রামে বাড়ির পাশে কাজ করা অবস্থায় জহুরা খাতুন নামে এক গৃহবধূ বজ্রপাতের শিকার হন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন আজকের পত্রিকাকে বলেন, ‘তিনজন পুরুষ ও একজন নারীকে মৃত অবস্থা হাসপাতালে আনা হয়েছে।’ এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

সেকশন