শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় মাছের ঘের থেকে ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের হোগলাপাতি গ্রামের মুনসুর তালুকদারের মাছের ঘের থেকে অজগরটি উদ্ধার করেন স্বেচ্ছাসেবী সংগঠন বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্যরা। পরে সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।
ঘেরের মালিক মনসুর তালুকদার বলেন, ‘সকালে ঘেড়ে মাছ দেখতে গিয়ে দেখি জালে একটি সাপ আটকে আছে। প্রথমে ভেবেছিলাম এটি রাসেলস ভাইপার। পরে বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্যরা এসে জানায় এটি একটি অজগর। বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্যরা অজগরটিকে উদ্ধার করে নিয়ে গেছে।’
শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিম এর সভাপতি নাজমুল ইসলাম বলেন, ‘সকালে মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে মাছের ঘের থেকে আমরা সাপটিকে উদ্ধার করি। সাপটি ১০ ফুট লম্বা এবং এটির ওজন প্রায় ১৫ কেজি। সাপটি উদ্ধারের পর বন বিভাগের মাধ্যমে দুপুর ১২টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।’
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক শেখ মাহবুব হাসান বলেন, লোকালয়ের একটি মাছের ঘের থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করার পর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।