চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় পরিত্যক্ত গোয়ালঘর থেকে প্রায় ৩ কোটি টাকার সোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে সোনা চোরাচালান হবে। এ খবর পেয়ে হুদাপাড়া বিওপির একটি অভিযানকারী দল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্ত থেকে বাংলাদেশের ৩০০ গজ ভেতরে হুদাপাড়া গ্রামে অবস্থান নেয়। পরে একটি পরিত্যক্ত গোয়ালঘরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট পায়। প্যাকেটগুলো থেকে কালো স্কচটেপে মোড়ানো ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের চারটি সোনার বার জব্দ করা হয়; যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক নাজমুল বলেন, সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমাসহ এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মামলা করা হয়েছে।