প্রতিপক্ষকে ফাঁসাতে বাবার অপহরণ মামলা, ১৯ মাস পর পালিয়ে থাকা ছেলে উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৭: ৪৭
গ্রেপ্তার তানভীর ইসলাম। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালায় প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য অপহরণ মামলা করার দেড় বছরের বেশি সময় কথিত অপহৃত যুবককে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকার আশুলিয়ার ঠাকুরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে সাতক্ষীরা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তার যুবকের নাম তানভীর ইসলাম। তিনি তালা উপজেলার ইসলামকাঠী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম জানান, শহিদুল ইসলাম ও একই এলাকার রবিউল ইসলামের মধ্যে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে শহিদুল ইসলাম প্রতিপক্ষ রবিউল ইসলামকে ফাঁসাতে নিজের ছেলে তানভীরকে আত্মগোপনে পাঠিয়ে অপহরণের নাটক সাজান। এ ঘটনায় শহিদুল ইসলাম ২০২৩ সালে মে মাসে তানভীরকে নাবালক (বয়স ১৭ বছর) দাবি করে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রবিউলসহ ৪ জনকে আসামি করে একটি মামলা করেন।

মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তদন্তে মামলাটির অসংগতি ধরা পড়ে। প্রযুক্তিগত সহায়তায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আসাদুজ্জামানের নেতৃত্বে পিবিআই বৃহস্পতিবার তানভীরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তানভীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম।

নিপোর্ট মনিরামপুর: নানা খাতে টাকা লোপাট নামমাত্র মাঠ প্রশিক্ষণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুবি কমিটি বিলুপ্ত, রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত

শুধু সংরক্ষণব্যবস্থা না থাকায় পেঁয়াজ আমদানি করতে হয়: কৃষি বিপণনের ডিজি

এবার পৌষ্য কোটা বাতিলের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ