মেহেরপুরের গাংনীতে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি মো. মবিউল ইসলাম (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার চ্যাংগাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মবিউল ইসলাম কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিল বোয়ালিয়া মোল্লাপাড়ার বাসিন্দা। তাঁকে কুষ্টিয়ার দৌলতপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, র্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক মারুফ হোসেনের নির্দেশে মেহেরপুর র্যাব ক্যাম্পের একটি দল গাংনী উপজেলার চ্যাংগাড়া গ্রামে অভিযান চালিয়ে গণধর্ষণসহ পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি মো. মবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, কুষ্টিয়ার দৌলতপুর থানায় ২০২২ সালের ১১ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মো. মবিউল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করেন ভুক্তভোগী। তার পর থেকে মো. মবিউল ইসলাম পলাতক ছিলেন। গ্রেপ্তার আসামিকে কুষ্টিয়ার দৌলতপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।