বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ক্ষতিকর রং দিয়ে তৈরি আইসক্রিম বিক্রির দায়ে মুজাহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার উপজেলার সিংগাতী বাজারে ওই ব্যবসায়ীর বাসায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযানে বিপুল পরিমাণে রাসায়নিক ক্ষতিকর রং দিয়ে তৈরি ও কোনো রকম মেয়াদ ছাড়া আইসক্রিম (পেপসি নামে পরিচিত) পাওয়া যায়। ঘটনাস্থলে আনুমানিক দুই হাজারটি আইসক্রিম ঘটনাস্থলে ধ্বংস করা হয়।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে খুলনা থেকে এনে এই আইসক্রিম খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন ব্যবসায়ী মুজাহিদুল ইসলাম। ক্ষতিকর রং ও মেয়াদ না থাকায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই ব্যবসায়ী পুনরায় বাজারে এই ধরনের আইসক্রিম বিক্রি করবেন না বলে অঙ্গীকার করেছেন।’ ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।