হোম > সারা দেশ > খুলনা

যুবলীগের নেতা–কর্মীদের চার দফা নির্দেশনা পরশের

যশোর প্রতিনিধি

যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে চার দফা নির্দেশনা দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ। আজ বৃহস্পতিবার যশোর জেলা স্টেডিয়াম প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি এই নির্দেশনা দেন।

এই চার দফা দাবির মধ্যে রয়েছে কল্যাণকর ও মানবিক কর্মসূচির মাধ্যমে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা চলবে না। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জামায়াত-বিএনপির তাণ্ডব রুখে দিয়ে রাজপথে থাকতে হবে। 

বক্তব্যের শুরুতে যুবলীগের এই চেয়ারম্যান বলেন, ‘বিএনপির-জামায়াত জোট দেশে অরাজকতা সৃষ্টি পায়তারা করছে। এ জন্য যুবলীগের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। আমাদের শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জামায়াত-বিএনপির তাণ্ডব রুখে দিয়ে রাজপথে থাকতে হবে।’ 

প্রায় পাঁচ বছর পর আজ যশোরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় হেলিকপ্টারে করে যশোর মতিউর রহমান বিমানঘাঁটিতে নামেন তিনি। সেখানে কুচকাওয়াজে অংশ নেওয়ার পর দুপুর ২টার দিকে তিনি যশোর শামস্–উল হুদা স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেন। যশোর জেলা আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব জনসভায় বক্তব্য রাখেন। 

মাগুরায় শ্রমিকনেতার মরদেহ উদ্ধার

ফকিরহাটে ৫ তুলার গুদামে আগুন লেগে ২ কোটি টাকার ক্ষতি

মধুমেলার আগেই বাড়ছে ভিড়

বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক, আতঙ্ক

যশোরে ২৪ মামলার আসামি সন্ত্রাসী রাকিব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

যশোরে ভৈরব নদে মিলল ইজিবাইকচালকের লাশ, ৩ বন্ধু আটক

সেকশন