নড়াইলের লোহাগড়ায় বজ্রপাতে মজিবর রহমান (৪৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সোনাদাহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মজিবর ওই গ্রামের মৃত আত্তাব শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে মজিবর রহমান পাটখেতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে মজিবর রহমান আহত হন। পরে স্থানীয়রা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।