হোম > সারা দেশ > খুলনা

শালিখায় ঝড়ে ভেঙে পড়েছে বিদ্যুতের ১১টি খুঁটি

শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখায় ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি, বসতবাড়ি, গাছপালাসহ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত শনিবার ভোরবেলা ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়। উপজেলার উজগ্রাম, সেওজগাতি গ্রামের বিদ্যুৎ সংযোগের প্রায় ১১টি খুঁটি সম্পূর্ণ হেলে পড়েছে।

ফলে তালখড়ি ইউনিয়নের সেওজগাতি, উজগ্রাম, গোবিন্দপুর, ভাটোয়াইল, লক্ষ্মীপুর, সাংদাসহ কয়েকটি গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
সরেজমিন উপজেলার আড়পাড়া, বুনাগাতি, ধনেশ্বরগাতী, শতখালীসহ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, বিভিন্ন সড়কের উপড়ে ভেঙে পড়েছে বড় বড় গাছের ডালপালা আবার কোথাও সম্পূর্ণ গাছটি উপড়ে পড়েছে পাশের রাস্তার ওপরে।

স্থানীয়রা জানান আড়পাড়া-বুনাগতি সড়কের পাশে থাকা বিভিন্ন বড় বড় গাছের ডাল-পালাগুলো পঁচে গেছে। একটু ঝড় হলেই ভেঙে পড়ে রাস্তার ওপরে। ফলে বড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে সেখানে। এ ছাড়া উপজেলার সেয়জগাতি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস কক্ষের টিনের ছাউনি উপড়ে পড়াই নষ্ট হয়ে গেছে প্রতিষ্ঠাটির বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র।  

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস বলেন, ‘আমার প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত না হওয়ায় প্রতিবছর নিজস্ব অর্থায়নে সংস্কার করা হয় । তবে সরকারি কোনো সহযোগিতা পেলে প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোগত উন্নয়ন ঠিক রাখা যেত।

উপজেলা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট কামাল হোসেন আজকের পত্রিকাকে জানান, সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। সংশ্লিষ্ট দপ্তরকে মানুষের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য নির্দেশনা দিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

ছাত্রলীগ নেতার ভেবে জামায়াত নেতার মাছ লুট: বিএনপির দুজন বহিষ্কার

খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবদল নেতার মৃত্যু, আটক ১

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস জব্দ

মাগুরায় শ্রমিকনেতার মরদেহ উদ্ধার

ফকিরহাটে ৫ তুলার গুদামে আগুন লেগে ২ কোটি টাকার ক্ষতি

মধুমেলার আগেই বাড়ছে ভিড়

বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক, আতঙ্ক

যশোরে ২৪ মামলার আসামি সন্ত্রাসী রাকিব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

সেকশন