হোম > সারা দেশ > খুলনা

দর্শনা চেকপোস্ট দিয়ে দুই দিনে ফিরেছেন ৮৩ বাংলাদেশি, করোনাক্রান্ত এক নারী

প্রতিনিধি

চুয়াডাঙ্গা: দুই দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে ৮৩ জন বাংলাদেশি ফিরেছেন। এর মধ্যে মঙ্গলবার ৭২ জন ও সোমবার ১১ জন দেশে ফিরেন। মঙ্গলবার ফেরা এক নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। ওই নারীকে গতকাল দুপুরেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার বাসিন্দা এবং ভারতের দিল্লি শহরে ছিলেন। অন্যদিকে, শরীরে করোনা উপসর্গ থাকায় আরও চারজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বাকি ৭৯ জনকে রাখা হয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি)। সেখানে তাঁরা ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন।

বাংলাদেশে প্রবেশের পর দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম ও ডা. আসিফ ইকবালের নেতৃত্বে চার সদস্যের একটি মেডিকেল টিম তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করেন। ডা. তরিকুল ইসলাম জানান, করোনা পজিটিভ ওই নারীর শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কি–না তা পরীক্ষা করে দেখা হবে।

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাস থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে যাঁরা এসেছেন তাঁদের মধ্যে ৪৬ জন পুরুষ ও ২৬ জন নারী আছেন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফাতেহ্ আকরাম বলেন, ভারত থেকে দেশে ফেরা এক নারীকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে করোনা উপসর্গ থাকা অন্য চারজনকে হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে ভারতে নিয়মিত চিকিৎসা নেওয়া ক্যান্সার আক্রান্ত রোগীও আছেন।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন