নড়াইলের লোহাগড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারুক হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হামলা থেকে স্বামীকে রক্ষা করতে গিয়ে তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিনও আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার কচুবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন হামলাকারী রুবেল শেখ নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটে, তা জানা যায়নি।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বৃষ্টি শুরু হলে ফারুক ও তাঁর স্ত্রী বাড়ির উঠানে থাকা কলাই পলিথিন দিয়ে ঢেকে রাখতে যান। এ সময় রুবেল শেখ ফারুকের বাড়িতে প্রবেশ করেই অতর্কিতভাবে কাউন্সিলর ফারুক হোসেনকে রেঞ্জ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। স্বামীর মার ঠেকাতে স্ত্রী সাবিনা এগিয়ে গেলে তিনিও হামলার শিকার হন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুলাহ আল মামুন বলেন, এ ঘটনায় রুবেল শেখ নামের একজনকে আটক করা হয়েছে।