হোম > সারা দেশ > বাগেরহাট

মোল্লাহাটে চার মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্য আটক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে চোরাইকৃত চারটি মোটরসাইকেলসহ চোর চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। 

গত শনি ও রোববার দুই দিন ও রাতে মোল্লাহাট ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়। 

সিন্ডিকেটের মাধ্যমে চোর চক্র বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা এবং নড়াইল জেলার বিভিন্ন এলাকায় চোরাই মোটরসাইকেল বিক্রি করে আসছে বলে পুলিশ জানায়। 

চোর চক্রের সদস্যরা হলেন, মোল্লাহাটের উদয়পুর গ্রামের আলামিন শেখ (২১), শেখ শাহরিয়ার ইসলাম (২০), মো. সাইফ জামান শাকিল (১৯), মিতুল মল্লিক (১৯), সুব্রত সরকার (২০), মো. আমিনুর শেখ (২২), মো. ইসলাম শেখ (২০)। এদের প্রত্যকের বাড়ি গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। আজ সোমবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো. মিঠুন উদ্দিন খানের নেতৃত্বে থানা পুলিশের চৌকশ একটি দল গত শনি ও রোববার দুইব্যাপী অভিযান পরিচালনার মাধ্যমে চোরাই চারটি মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের সাত সদস্যকে আটক করে। 

ওসি সোমেন দাশ আরও জানান, চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির কারবার করে আসছে। তারা সিন্ডিকেটের মাধ্যমে একের পর এক হাতবদল করে বাগেরহাটসহ চারটি জেলার বিভিন্ন উপজেলায় পার্টির কাছে চেরাইকৃত মোটরসাইকেল বিক্রি করে আসছে। চোর চক্রের আরও সদস্যদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।  

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার