Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

নতুন বউ রেখে রোজগারের জন্য জাহাজে গিয়েছিলেন সজিবুল, ফিরলেন লাশ হয়ে

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

নতুন বউ রেখে রোজগারের জন্য জাহাজে গিয়েছিলেন সজিবুল, ফিরলেন লাশ হয়ে
নিহত সজিবুল মুন্সি। ছবি: সংগৃহীত

‘আমার মেঝ ছেলে সজিব। ৩ মাস হইছে তারে বিয়ে দিছি। সে কোর্স করছে, পরীক্ষা দিয়ে জাহাজের মাস্টার হবে। তার বেতন বাড়বি। মা-বাবা বউ নিয়ে সুখে থাকবে, কিন্তু তা আর হলো না।’

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আহাজারি করতে করতে কথাগুলো বললেন জাহাজে হতাহতের ঘটনায় নিহত সজিবুল মুন্সির বাবা দাউদ মুন্সী। গতকাল সোমবার (২৪ ডিসেম্বর) চাঁদপুরে জাহাজে হতাহতের ঘটনায় নিহত সাতজনের মধ্যে দুজন মাগুরার মহম্মদপুর উপজেলার। তাঁদের একজন সজিবুল মুন্সি (২২)। অন্যজন হলেন—মাজেদুল ইসলাম (১৬)। দুজনই তিন-দুদিন সপ্তাহ আগে কাজে যোগ দিয়েছিলেন।

নিহত সজিবুল ইসলাম উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের দাউদ মুন্সির ছেলে। ১৭ দিন আগে জাহাজে গ্রিজারের দায়িত্ব পালনের জন্য কাজে যোগ দেন। ১৫ দিন কাজ করার পর তিনি হত্যাকাণ্ডের শিকার হন। তিন মাস আগে বিয়ে করেন তিনি।

নিহত দুজনের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের সমবেদনা জানাতে তাঁদের আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসছেন বাড়িতে।

সজিবুল মুন্সীর স্ত্রী প্রিয়া বলেন, ‘আমাদের নতুন বিয়ে হইছে। আমার স্বামী আমার মুখে হাসি ফোটাতে চেয়েছিল। সে বলছিল পদোন্নতি হলে বেতন বাড়বে। আনন্দে থাকব। এখন ভবিষ্যৎ নিয়েই আমি দুঃশ্চিন্তায় পড়ে গেছি। সামনে কী কবর জানি না।’

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ‘এ হত্যাকাণ্ডের খবর শোনার পরে তাদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি।’

ইবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা আটক

খুলনায় কসাইকে কুপিয়ে হত্যা: একদিন পর অভিযুক্ত কসাইয়ের লাশ মিলল নদীতে

ঘুষি মেরে পুলিশ সদস্যের নাক ফাটানোয় ছাত্রদল নেতা আটক

যবিপ্রবিতে বঙ্গবন্ধু একাডেমিক ভবনসহ ৫ স্থাপনার নতুন নামকরণ

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

সালিসে হাতাহাতিতে আহত কৃষকের মৃত্যু, সাবেক সেনাসদস্য আটক

চার গরু ব্যবসায়ীর কাছ থেকে ৭ লাখ টাকা ছিনতাই

কুষ্টিয়ায় গরুবোঝাই ট্রলির চাপায় শিশুর মৃত্যু

পাওনা টাকা চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৫০

গাংনীতে বোমাসদৃশ ৩টি বস্তু উদ্ধার