গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনী থেকে দুটি বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড় ও একটি চিরকুট উদ্ধার করেছে থানার পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে সুমন আলী সমর (৩২) নামের এক শ্রমিক লীগ নেতার রান্নাঘর থেকে এসব উদ্ধার করা হয়। গাংনী থানার পুলিশের এলাঙ্গী ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
সুমন আলী সমর উপজেলার কড়ুইগাছি গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও রায়পুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। নিজেকে ‘যম’ পরিচয় দেওয়া চিরকুটদাতা এক সপ্তাহের মধ্যে তাঁকে গ্রাম ছাড়তে বলে। আর যদি নিজের দোকান খুলে ব্যবসা করতে চান, তাহলে ২ লাখ দিতে হবে বলে জানানো হয়। ভুল বাক্য ও বানানে লেখা চিরকুটে এর অন্যথা হলে পাঠানো জিনিসগুলো কাজে লাগাবে বলে হুমকি দেওয়া হয়।
সুমন আলী সমর বলেন, ‘প্রায় দুই মাস বাইরে ছিলাম। ১০ দিন আগে বাড়ি এসেছি। রাতের আঁধারে কে বা কারা এগুলো রেখে গেছে তা জানি না। এতে আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে আছে। আমি রাইপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। রাজনৈতিক কারণে এটা ঘটতে পারে বলে ধারণা করছি।’
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন বলেন, এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।