সাতক্ষীরা শহরের নিম্নআয়ের মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে এই মানববন্ধন হয়। বেসরকারি সংস্থা বারসিক, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি যৌথভাবে এর আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার অধিবাসীদের সরবরাহকৃত পানি পানের অযোগ্য। পৌরসভার পানি পান করলে পেটের পীড়া হচ্ছে। পানি ছাড়া যেহেতু জীবন অচল, তাই সাতক্ষীরার শহরের নিম্নআয়ের মানুষদের বাধ্য হয়ে পানি কিনে খেতে হচ্ছে। এখনই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া না হলে তাদের জীবনে কষ্টের সীমা থাকবে না। বক্তারা শহরের মানুষের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিতের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন, সদস্যসচিব আবুল কালাম আজাদ, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত প্রমুখ।