রাকিবুল ইসলাম, গাংনী (মেহেরপুর)
শীত বিদায় নিয়েছে আরও আগেই। বসন্তে পাতা ঝরা গাছগুলোতে গজিয়েছে নতুন পাতা। হৃদয় নাড়া দিচ্ছে কোকিলের কুহুতানে। বাতাসে ভেসে আসে নানা ফুলের সুঘ্রাণ। মেহেরপুরে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের রাস্তার ধারে ফোটা শিমুল ও পলাশ ফুলের সৌন্দর্য মুগ্ধ করছে পথচারী ও প্রকৃতিপ্রেমী মানুষকে।
উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে রাস্তার পাশে ফুটেছে শিমুল আর পলাশ ফুল। তবে পলাশের তুলনায় শিমুলগাছ বেশি। তেঁতুলবাড়িয়া, কল্যাণপুর, বামন্দী, করমদি, দেবীপুর, বালিয়াঘাট, হারাভাঙ্গাসহ বিভিন্ন গ্রামের রাস্তায় দেখা গেছে শিমুলগাছ। আর খুবই কম দেখা গেছে পলাশগাছ।
কল্যাণপুর গ্রামের ফয়সাল আহাম্মেদ বলেন, ‘আমাদের কল্যাণপুর রাস্তায় অনেক শিমুল ফুলের গাছ রয়েছে। আর প্রতিটি গাছেই ফুটেছে শিমুল ফুল। বাহারি রং ছড়িয়েছে প্রকৃতিতে। এই অপরূপ দৃশ্য দেখে সত্যি খুব ভালো লাগে।
তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘আমাদের করমী গ্রামে পলাশ ফুলের গাছ নেই বললেই চলে। তবে শিমুল ফুলের অনেক গাছ রয়েছে। পলাশ ও শিমুল ফুল যদি রাস্তার ধারে ফোটে, তাহলে সত্যিই মনোমুগ্ধকর এক সৌন্দর্যের জন্ম হয়। আমাদের গ্রামে যে মাঠের রাস্তা রয়েছে, আমি নিজ উদ্যোগে সেখানে পলাশ ফুল লাগানোর চেষ্টা করব।’