হোম > সারা দেশ > খুলনা

জগতি রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেস আটকে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি

ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আজ শুক্রবার বিকেল ৫টার আগে ট্রেনটি ওই স্টেশনে আটকে দেওয়া হয়। পরে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশের প্রথম রেলস্টেশন জগতির ১৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে স্টেশন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা থেকে ছয়টি দাবি জানানো হয়। এ সভা চলাকালে বেনাপোল এক্সপ্রেস স্টেশন অতিক্রম করার সময় স্থানীয়রা আটকে দেন।

ছয়টি দাবি হলো—জগতি রেলভবনের সংস্কার করতে হবে, জগতি রেলস্টেশনকে আধুনিকায়ন করতে হবে, বাংলাদেশের প্রথম রেলস্টেশন হিসেবে অত্র এলাকাবাসীকে সব যাত্রা বা ভ্রমণের ব্যবস্থা করতে হবে, জগতি স্টেশনের টিকিট অনলাইনে কেনার ব্যবস্থা করতে হবে, জগতি রেলস্টেশনের প্রথম রেলভবনকে প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করতে হবে এবং জগতি রেলস্টেশনের পুরোনো ভবনের ছবি অনলাইন টিকিটের সঙ্গে যুক্ত করতে হবে।

বেনাপোল এক্সপ্রেসের পরিচালক মাহবুব ইসলাম বলেন, বিক্ষোভকারীদের দাবিগুলো কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ তা পূরণের আশ্বাস দিয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না: ডা. শফিকুর রহমান

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে পাঁচ তরুণের ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান

মোংলায় নিয়ন্ত্রণ হারানো ভটভটি উল্টে চালকসহ নিহত ২

যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে যশোরে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ

সেকশন