ঘূর্ণিঝড় 'জাওয়াদ' মোকাবিলায় পূর্ব প্রস্তুতি হিসেবে কুইক রেসপন্স টিম গঠন করেছে সাতক্ষীরার তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। ১২টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে এ টিম গঠন করা হয়েছে।
তালা উপজেলার কোথাও অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটলে এই টিমের সদস্যদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। তালা উপজেলাবাসীর সেবায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ সর্বদা প্রস্তুত বলেও তাঁরা উল্লেখ করেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন ও যুগ্ম-আহ্বায়ক গৌতম কর্মকারের সার্বিক ব্যবস্থাপনায় মোট ২৯ সদস্যের কুইক রেসপন্স টিম ঘূর্ণিঝড় জাওয়াদ মোকাবিলার জন্য প্রস্তুত আছে। ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, কুমিরা, তেঁতুলিয়া, তালা, খলিলনগর, মাগুরা, জালালপুর, খলিশখালী ও খেশরা ইউনিয়নে রয়েছেন। সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এ পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরকে (চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা) ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।