হোম > সারা দেশ > খুলনা

যশোরে পল্লী বিদ্যুতের ঠিকাদার কারাগারে

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

আব্দুল মজিদ। ছবি: সংগৃহীত

যশোর জেলা যুব মহিলা লীগের সহসভাপতি ও মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমা খানমের স্বামী আব্দুল মজিদকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার মনিরামপুর পৌর শহরের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল মজিদ পল্লী বিদ্যুতের ঠিকাদার। তিনি অর্থঋণ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) পলাশ বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল মজিদের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে একটি মামলা অর্থঋণ–সংক্রান্ত। সেই মামলায় তিনি এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। দুপুরে তাঁকে আদালতে হাজির করা হয়েছে। আদালত তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।’

অপর একটি সূত্রে জানা গেছে, একসময় আব্দুল মজিদ ইটভাটার ব্যবসা করতেন। তিনি ২০১৩ সালে ইট বিক্রি বাবদ যশোরের জনৈক এক ঠিকাদারের কাছ থেকে অগ্রিম ৭ লাখ ৮৫ হাজার টাকা গ্রহণ করেন।

পরে তিনি ইট সরবরাহ দিতে ব্যর্থ হন। একপর্যায়ে ঠিকাদারের চাপে আব্দুল মজিদ তাঁকে একটি ব্যাংকের চেক দেন। পরে ব্যাংকে গিয়ে টাকা না পেয়ে ওই ঠিকাদার তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করেন। সেই মামলায় আদালত আব্দুল মজিদকে এক বছরের সাজা দেন।

এই বিষয়ে জানতে তাঁর স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের মোবাইল নম্বরে কল দিয়ে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

সেকশন