হোম > সারা দেশ > খুলনা

মোংলায় জাহাজ থেকে তেল চুরির ঘটনায় ২ জন কারাগারে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলায় বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে তেল চুরির ঘটনায় দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার আদালতে তাঁদের হাজির করলে বিচারক এ আদেশ দেন। এর আগে গতকাল বুধবার রাতে মোংলা পশুর নদের পাড় থেকে তেলসহ তাঁদের আটক করে পুলিশ। এ সময় ১৮ ব্যারেল জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়। 

মোংলা-রামপাল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, মোংলা বন্দরের হারবাড়িয়ায় একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে সংঘবদ্ধ একটি দল তেল (ডিজেল) চুরি করছে—এমন খবর আসে পুলিশের কাছে। এ সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে পশুর নদে অভিযানে নামেন। এরপর রাত ৮টার দিকে বন্দরের পশুর চ্যানেল দিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার দ্রুত যেতে দেখে সেটিকে চ্যালেঞ্জ করে পুলিশ। 

এ সময় সংঘবদ্ধ দলটি ট্রলার চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় মোংলা নদীর পাড় থেকে হেলাল মৃধা (৩০) ও রনিকে (২৫) হাতেনাতে রাতে আটক করা হয়। তাঁদের বাড়ি মোংলা শহরের বালুর মাঠ ও কবরস্থান রোডের নতুন কলোনি এলাকায় বলে জানায় পুলিশ। পরে ট্রলারে তল্লাশি করে ১৮ ড্রাম জ্বালানি তেল (ডিজেল) উদ্ধার করা হয়। 

সহকারী পুলিশ সুপার আরও বলেন, মোংলা দেশের একটি বৃহত্তর সমুদ্রবন্দর। বন্দরের বিভিন্ন বিদেশি জাহাজ থেকে মালামাল সরিয়ে নিতে কয়েকটি সিন্ডিকেট তৎপর। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত তেল (ডিজেল), গম, চাল, কয়লা, সারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে। তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন