চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভৈরব নদ থেকে অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। এ ছাড়া ২০০ মিটার নিষিদ্ধ কারেন্ট ও চায়না জাল ধ্বংস করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার কাশীপুর মাঠপাড়া ও মিনহাজপুরে ভৈরব নদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।
এ নিয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দীন ইসলাম বলেন, ‘স্থানীয় প্রভাবশালীরা ভৈরব নদে অবৈধভাবে বাঁধ দিয়ে দেশীয় প্রজাতির মাছ নিধন করছে বলে কাশীপুর মাঠপাড়া ও মিনহাজপুরের বাসিন্দারা লিখিত অভিযোগ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তিথি মিত্রের সহযোগিতায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বাঁধ অপসারণ করা হয়। আর ২০০ মিটার কারেন্ট ও চায়না জাল ধ্বংস করা হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তিথি মিত্র বলেন, ‘উপজেলা মৎস্য অফিসে অভিযোগ ছিল, কাশীপুর মাঠপাড়া ও মিনহাজপুরে ভৈরব নদে অবৈধভাবে বাঁধ দিয়ে স্থানীয় প্রভাবশালীরা দেশীয় প্রজাতির মাছ নিধন করছে। এর পরিপ্রেক্ষিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ বাঁধ অপসারণ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।’