যশোরের কেশবপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তপু সরকার (২২) নামে এক জেলে মারা গেছেন। আজ শনিবার সকালে উপজেলার ভোগতীনরেন্দ্রপুর এলাকায় একটি মাছের ঘেরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তপু সরকার উপজেলার মধ্যকুল জেলেপাড়ার গোবিন্দ সরকারের ছেলে।
এলাকাবাসী জানায়, শনিবার সকালে তপু সরকার অন্য জেলেদের সঙ্গে ঘেরের পানিতে জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় ঘেরের পাড়ে থাকা বিদ্যুতের তারে অসবাধনতাবশত হাত লেগে তিনি বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) বিদূষ বিশ্বাস বলেন, বিদ্যুতায়িত হয়ে নিহতের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।