Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু
নিহত বিএনপি নেতা মিজানুর রহমান শাহিন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে মোটরচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মিজানুর রহমান শাহিন (৪৫) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আজ সোমবার রাত ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত শাহিন কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের সাঁওতা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিএনপি নেতা শাহিন মোটরসাইকেলে সকাল ৮টার দিকে সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়ক ধরে ভাঁড়রা গ্রাম থেকে সাঁওতার দিকে যাচ্ছিলেন। পথে মাদুলিয়া এলাকায় পৌঁছালে মোটরচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে বেলা ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।

জানতে চাইলে কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, দলীয় কার্যক্রম বেগবান করতে সম্প্রতি ইউনিয়নভিত্তিক সার্চ কমিটি গঠন করা হয়েছে। সকালে সার্চ কমিটির কার্যক্রমের জন্য ভাঁড়রা বাজার এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা শাহিন ঢাকা নেওয়ার পথে মারা গেছেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত বিএনপি নেতাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা গেছেন। লাশ এখনো এলাকায় পৌঁছায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে কৃষি উন্নয়নে স্থাপনা নির্মাণ: ৪১ কোটির তিন প্রকল্প জলে

রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি লেপন, মুছে দিল উপজেলা প্রশাসন

নাতনিকে যৌন নিপীড়ন, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাগেরহাটে নারীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

মায়ের কোল থেকে ছিটকে পড়ে ভ্যানচাপায় ৪ মাসের শিশুর মৃত্যু

কার্ডিওগ্রাফার দেখছেন রোগী

খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

বাবা–মায়ের শেষকৃত্য, জানল না আরাধ্য

‘বাবা আমারে কয়ে থুয়ে গেছিলো, তুই থাকিস আমি আসবনে’