Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে কাঠবোঝাই গাড়ি উল্টে পড়ল রিকশার ওপর, নিহত ১ 

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে কাঠবোঝাই গাড়ি উল্টে পড়ল রিকশার ওপর, নিহত ১ 

মেহেরপুর পৌরসভার সামনে কাঠবোঝাই লাটাহাম্বার (শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান) উল্টে গিয়ে রিকশার ওপর পড়ার ঘটনা ঘটেছে। এর নিচে পড়ে মোজাম্মেল হক (৫০) নামের এক সরকারি কর্মচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশাচালক আব্দুল আলিম। আজ বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মোজাম্মেল হক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মেহেরপুর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের অফিস সহায়ক। এ ছাড়া তিনি সদর উপজেলার গোভিপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া বলেন, ‘নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত অবৈধ যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সন্ধ্যায় অফিস শেষে রিকশায় করে বাড়ি ফিরছিলেন মোজাম্মেল হক। মেহেরপুর পৌরসভার সামনে পৌঁছালে কাথুলীগামী কাঠবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বারের একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় লাটাহাম্বার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে রিকশার ওপর। এতে মোজাম্মেল হক ও রিকশাচালক আব্দুল আলিমকে গুরুতর আহত হন। তাঁদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠান স্থানীয় লোকজন। হাসপাতালের চিকিৎসকেরা মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন এবং আলিমকে হাসপাতালে ভর্তি করেন।

দুই রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি, ক্লিনিক সিলগালা

চুয়াডাঙ্গায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার না হওয়ায় এসপি অফিসের সামনে অবস্থান

ঘুষি মেরে ট্রাফিকের নাক ফাটানো ছাত্রদল নেতা কারাগারে

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা আটক

খুলনায় কসাইকে কুপিয়ে হত্যা: একদিন পর অভিযুক্ত কসাইয়ের লাশ মিলল নদীতে

ঘুষি মেরে পুলিশ সদস্যের নাক ফাটানোয় ছাত্রদল নেতা আটক

যবিপ্রবিতে বঙ্গবন্ধু একাডেমিক ভবনসহ ৫ স্থাপনার নতুন নামকরণ

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

সালিসে হাতাহাতিতে আহত কৃষকের মৃত্যু, সাবেক সেনাসদস্য আটক