Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে গরুবোঝাই ট্রাক, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। তাঁরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে আরমান আলী (৫৫) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া কামারপাড়া এলাকার গোলাম হোসেনের ছেলে সজীব আহম্মেদ (২৫)। আরমান গরু ব্যবসায়ী এবং সজীব বেসরকারি সংস্থা দিশার কর্মী হিসেবে পাবনার মুলাডুলি এলাকায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের তালতলা এলাকায় একটি গরুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে চারজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে তিনজনের অবস্থার অবনতি হলে তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে আরমান এবং রাত সাড়ে ১২টার দিকে সজীবের মৃত্যু হয়।

আজ শনিবার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সুন্দরবনের দুই এলাকায় পুড়েছে সাড়ে ৫ একর বনভূমি

‘মদের বোতল’ হাতে বৈষম্যবিরোধী নেতা-নেত্রীর ভিডিও, সদস্যপদ স্থগিত

চাঁদা তুলতে তুলতেই রাস্তায় ঢলে পড়ল হাতি, ভ্যানচালক হাসপাতালে

ঈদে পাতে মাংস নিশ্চিতে অভিনব উদ্যোগ, গাংনীতে জনপ্রিয় হয়ে উঠেছে মাংস সমিতি

খুবির নির্মাণাধীন ভবনের রড চুরি, আটক ১

মহেশপুরে ‘স্বর্ণ পাচার চক্রের বিরোধে’ গুলি, আহত ১

সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি

বিএনপি নেতার বাড়িতে মিলল বিদেশি পিস্তল ও গুলি, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন বন্ধের দাবি নিসচার