হোম > সারা দেশ > ঝিনাইদহ

বাবার জানাজা থেকে কণ্ঠশিল্পী মনির খানের আইফোন চুরি

ঝিনাইদহ প্রতিনিধি

বাবার মৃত্যুতে ভেঙে পড়েন মনির খান। ছবি: আজকের পত্রিকা

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান তাঁর বাবার জানাজায় নিজের আইফোন হারিয়েছেন। আজ বুধবার বেলা ১১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে তাঁর বাবা মো. মাহবুব আলী খানের (১০১) জানাজা হয়। বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।

মনির খান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বাবার জানাজায় অনেক লোকের সমাগম হয়। জানাজা থেকে কোনো অসাধু লোক আমার ফোনটা চুরি করে নেবে, এই চিন্তা মাথায় ছিল না। একই সঙ্গে আমার ছেলের মোবাইলও চুরি হয়েছে। আমার গ্রামীণফোনের সিমটা অনেক পুরোনো। আমি এখন পর্যন্ত ফোন দুটি উদ্ধারের ব্যাপারে কোনো তৎপরতা চালাইনি। তবে কিছু জায়গায় ইনফরমেশন দিয়েছি।’

মনির খান আরও বলেন, ‘দেশবাসীকে বলব, আমার চুরি যাওয়া নম্বর থেকে ফোন করে কোনো অর্থ চাওয়া হলে বা কোনো অসৎ কাজে ফোন করা হলে সবাই যেন সতর্ক থাকবেন। মোবাইল ফোন উদ্ধার হলে আপনাদের জানাব।’

এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের