চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলায় বিদ্যুতায়িত হয়ে আপিয়া খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের পীরপুরকুল্লা মাঠপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আপিয়া খাতুন ওই গ্রামের রাজু আহম্মেদের স্ত্রী ও চার সন্তানের জননী।
নিহতের পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, আপিয়া খাতুন সিদ্ধ ধান শুকানোর জন্য বাড়ির ছাদে তোলেন। এ সময় ছাদের ওপর পা পিছলে গেলে পল্লি বিদ্যুতের মেইন লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।