মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী বাজারে কলেজ মার্কেটের একটি পাটের টিনশেড গোডাউনে আগুন লেগে প্রায় ৬০০ মণ পাটসহ গোডাউনে থাকা গম, ধান, কালোজিরা, মটর, ভুট্টা পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। এ সময় পার্শ্ববর্তী দুটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ী। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর ৪টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করেন ব্যবসায়ী ও স্থানীয়রা।
বাজার ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস বলছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় বাবুখালী বাজারে কলেজ মার্কেটে কল্যাণ মুহুরীর পাটের টিনশেড গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের কাইয়ুম শেখ ও তুহিন মৃধার দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তিন ব্যবসায়ীর প্রায় ৩৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
পাট ব্যবসায়ী কল্যাণ মহুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গোডাউনে থাকা পাট, ধান ও গম পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার ২৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।’