হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় পাটের গোডাউনে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী বাজারে কলেজ মার্কেটের একটি পাটের টিনশেড গোডাউনে আগুন লেগে প্রায় ৬০০ মণ পাটসহ গোডাউনে থাকা গম, ধান, কালোজিরা, মটর, ভুট্টা পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। এ সময় পার্শ্ববর্তী দুটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ী। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর ৪টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করেন ব্যবসায়ী ও স্থানীয়রা।

এ বিষয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. মোস্তাইন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশপাশে পুকুর না থাকায় অনেক দূরের একটি পুকুর থেকে পানি আনতে হয়েছে। এ কারণে ক্ষতির পরিমাণ কিছুটা বেশি হয়েছে।’

বাজার ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস বলছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় বাবুখালী বাজারে কলেজ মার্কেটে কল্যাণ মুহুরীর পাটের টিনশেড গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের কাইয়ুম শেখ ও তুহিন মৃধার দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তিন ব্যবসায়ীর প্রায় ৩৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

পাট ব্যবসায়ী কল্যাণ মহুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গোডাউনে থাকা পাট, ধান ও গম পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার ২৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।’

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার