সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় হত্যার ২৪ ঘণ্টার মধ্যে স্বামী মুজিবর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার উপজেলার শ্যামনগরের ধুমঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল বুধবার কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে পারিবারিক কলহে স্ত্রী রানু খাতুনকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন স্বামী। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এরপর মুজিবর রহমান পালিয়ে যান। পরে নিহতের মা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তার মজিবর রহমান উপজেলার গোদখালী এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা র্যাব ক্যাম্পের ইনচার্জ নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মুজিবর রহমান শ্যামনগর থানার ধুমঘাট গ্রামে তাঁর এক আত্মীয়ের বাড়িতে অবস্থান নিয়ে ভারতে পালিয়ে যাবেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে কলারোয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’