Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

মোল্লাহাটে নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

মোল্লাহাটে নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই দম্পতির ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত জনি (২২) উপজেলার চর-গাড়ফা গ্রামের কালাম শেখের ছেলে এবং তাঁর স্ত্রী নাহিদা আক্তার (১৮) একই উপজেলার শারুলিয়া গ্রামের হাফিজুর রহমানে মেয়ে।

জানা যায়, আজ সকাল ৯টায় উপজেলার চর-গাড়ফা গ্রামের শিমুলের বাড়িতে ওই দম্পতির শোয়ার ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দম্পতিকে মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। গত দুই মাস আগে ওই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

এ বিষয়ে ওই দম্পতির পরিবারের লোকজনের সঙ্গে কথা হলে তাঁরা আত্মহত্যার বিষয়ে কিছু জানাতে পারেননি।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ বলেন, প্রতিবেশী রাশিদা বেগম ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁদের দেখে চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অফিসার ইনচার্জ আরও বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ