হোম > সারা দেশ > খুলনা

বেনাপোল সীমান্তে ৩ কেজি সোনার বারসহ ৩ যুবক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতে পাচারের সময় ২ কেজি ৯০০ গ্রাম ওজনের চারটি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ সময় একটি প্রাইভেট কারসহ তিনজনকে আটক করেছে বিজিবি। আজ বুধবার সকালে বেনাপোল সীমান্তের বারোপোতা বাজার থেকে সোনার বারসহ তাঁদের আটক করা হয়।

আটক তিনজন হলেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার পিরোজপুর গ্রামের সাইদুর রহমান (৩৩), যশোর সদরের বাঘডাঙ্গা গ্রামের সাইফুল ইসলাম (৩৬) এবং শার্শার নিশ্চিন্তপুর গ্রামের মাসুদ চৌধুরী বাবু (৩১)।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, সোনা পাচারের গোপন সংবাদে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। এ সময় সীমান্তের দিকে প্রবেশের চেষ্টাকালে একটি প্রাইভেট কারে থাকা সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের শরীর তল্লাশি করে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের চারটি বড় সোনার বার উদ্ধার হয়।

তানভীর রহমান আরও বলেন, পাচারের সঙ্গে জড়িত থাকায় পরে ওই তিনজনকে আটক করা হয়। সোনার বারের বাজার মূল্য ২ কোটি ৬৫ লাখ টাকা। এ ব্যাপারে আটক তিনজনের নামে বেনাপোল পোর্ট থানায় সোনা পাচার আইনে মামলা করা হয়েছে। এ নিয়ে গত এক বছরে ২১ ব্যাটালিয়নের অধীনে ১১২ কেজি সোনার বার উদ্ধার ও ৪১ জন পাচারকারীকে আটক করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

যশোরে ২৪ মামলার আসামি সন্ত্রাসী রাকিব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

যশোরে ভৈরব নদে মিলল ইজিবাইকচালকের লাশ, ৩ বন্ধু আটক

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

সেকশন