পাটকেলঘাটায় ভাটাশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ০৭

সাতক্ষীরার পাটকেলঘাটায় ফজর আলী (৪৫) নামের এক ভাটাশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার কুমিরা ইউনিয়নের নওয়াকাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’ 

নওয়াকাটি গ্রামের বাসিন্দা গোলাম রব্বানী জানান, ফজর আলীর গ্রামের বাড়ি জেলার তালা উপজেলার মহন্দি গ্রামে। তিনি অনেক বছর ধরে নওয়াকাটি গ্রামের আব্দুল হান্নানের বোনজামাই হিসেবে বসবাস করছেন। বর্তমানে ফজর আলী ঋণ দায়গ্রস্ত। 

আজ শনিবার ভোররাতে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে আমগাছে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পাটকেলঘাটা থানার পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।

নিপোর্ট মনিরামপুর: নানা খাতে টাকা লোপাট নামমাত্র মাঠ প্রশিক্ষণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুবি কমিটি বিলুপ্ত, রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত

শুধু সংরক্ষণব্যবস্থা না থাকায় পেঁয়াজ আমদানি করতে হয়: কৃষি বিপণনের ডিজি

এবার পৌষ্য কোটা বাতিলের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ