রামপাল (বাগেরহাট): ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মোংলা বন্দরে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট পানি বৃদ্ধি পেয়েছে। আজ বুধবারের দুপুরে পশুর নদীর পাড়ের কানাইনগর, চিলা, কলাতলা, সুন্দরতলা ও জয়মনির বাড়ি, ঘর, পুকুর পানিতে তলিয়ে গেছে। তবে অনেক জেলে স্বাভাবিক সময়ের মতোই মাছ ধরছেন ঢেউয়ে উত্তাল নদীতে। তলিয়ে গেছে অনেকের বাড়িঘর। মালামাল নষ্ট হওয়ার আশঙ্কায় আশ্রয়কেন্দ্রে যেতেও অনীহা স্থানীয়দের।
সরেজমিনে দেখা গেছে, বাড়িঘর পানিতে তলিয়ে গেলেও ঘরের মালামালের ক্ষতির আশঙ্কায় কেউ আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন না। নারী, পুরুষ ও বৃদ্ধারা মিলে বাড়িঘরের মালামাল সরাচ্ছেন। আবার অনেকেই এখনো উত্তাল নদীতে মাছ ধরছেন।
১০ বছর বয়সের শিশু তমাকে দেখা গেছে বাড়িঘরের মালামাল সরিয়ে উঁচু স্থানে সরাচ্ছে। জানতে চাইলি শিশুটি বলে, বাড়িতে পানি উঠছে। তাই মাল জিনিস সরাচ্ছি। বাবা ও মা তো বাড়িতে নেই। তাঁরা নদীতে মাছ ধরতে গেছে। আমি আর আমার ছোট তিন ভাই বোন বাড়িতে আছি।