যশোর প্রতিনিধি
যশোরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় মারামারি ছবি তোলায় হামলার শিকার হয়েছেন দৈনিক যুগান্তর ও স্থানীয় দৈনিক সমাজের কথার ফটোসাংবাদিক হাসফিকুর রহমান পরাগ। এ সময় তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয়। আজ সোমবার দুপুর ১২টার দিকে শহরের মণিহার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ফটোসাংবাদিক হাসফিকুর রহমান পরাগ বলেন, সোমবার দুপুর ১২টার দিকে শহরের মণিহার এলাকায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করার প্রস্তুতি চলছিল। এ সময় কয়েকজন যুবক মারামারি শুরু করেন। তাঁদের মারামারি ছবি তুলছিলাম। আমার ছবি তোলা দেখে কয়েকজন লাঠিসোঁটা ও হাতুড়ি নিয়ে তেড়ে আসে। একপর্যায়ে এলোপাতাড়ি মারধর করে। আমার নাইকন ডি-৭২ মডেলের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। এরপর কয়েকজন সহকর্মী এগিয়ে এসে উদ্ধার করে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছি।
এ বিষয়ে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফটোসাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করছি। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।