ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৪৭ জনকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।
ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ জানান, মহেশপুর সীমান্তের মাটিলা, খোশালপুর, পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, শ্যামকুড় এবং লড়াইঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় আটক হওয়া ৪৭ জনের মধ্যে ১২ জন নারী, ১৯ জন পুরুষ এবং ১৬ জন শিশু রয়েছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
বিজিবি সূত্র জানায়, ৫ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মহেশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৮৫ জন বাংলাদেশি, ২৮ জন ভারতীয় নাগরিক এবং ২০ জন রোহিঙ্গাসহ মোট ৯৩৩ জনকে আটক করা হয়েছে।
বিজিবির পরিচালক শাহ মো. আজিজুস শহীদ বলেন, ‘আমাদের কাছে খবর আসে যে কিছু মানুষ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে। অভিযান চালিয়ে আমরা তাদের আটক করেছি। সীমান্তে এ ধরনের কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।’