Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় পুলিশ সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় পুলিশ সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় পি জন সেলভারাজ (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবির সদস্যরা। তিনি ভারতের তামিলনাড়ু এলাকার বাসিন্দা এবং সে দেশের পুলিশের এসএসআই।

আজ বুধবার বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ভারতীয় ওই পুলিশ কীভাবে এবং কেন বাংলাদেশ থেকে পালাচ্ছিল তা বিজিবির সূত্রগুলো নিশ্চিত করতে পারেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ২২ মার্চ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে মহেশপুর ৫৮ বিজিবি তাকে গ্রেপ্তার করে মহেশপুর থানায় সোপর্দ করে। গত ১৩ জুন আদালত থেকে জামিন নিয়ে দেশের অভ্যন্তরে পালিয়ে ছিলেন। এরপর ১৩ আগস্ট সন্ধ্যার দিকে সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবি তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান কাজল বলেন, ‘আদালত থেকে জামিনে বের হওয়ার পর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে বাংলাদেশেই থাকার কথা ছিল। কিন্তু তিনি পালিয়ে আবার ভারতে প্রবেশের চেষ্টা করেন।’

ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি, চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

বদনাম ঘোচাতে কঠোর, তবু থামছে না দখল

গ্যাস পাইপলাইন রুট পরিবর্তনের প্রতিবাদ, খুলনা অচল কর্মসূচির হুমকি

কুমিল্লায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৬

‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো নারীর প্রজনন স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে’

মাগুরায় শিশু ধর্ষণ: চার আসামি কারাগারে

দাম না পেয়ে খালে ফেলা হলো পাকা টমেটো

মাগুরায় শিশু ধর্ষণ: ভগ্নিপতিসহ ৪ জনকে আসামি করে মামলা

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নেতা নিহত

চৌগাছায় বাবাকে কুপিয়ে হত্যা করে পালাল ছেলে