Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি সাদিক, সম্পাদক পিয়াস

ইবি প্রতিনিধি

ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি সাদিক, সম্পাদক পিয়াস

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন বাংলা বিভাগের ১৫-১৬ সেশনের জি কে সাদিক, সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৭-১৮ সেশনের আজিজুল হক পিয়াস। আজ মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে জানানো হয়, ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। ‘ভেঙে ফেলো শেকলের বাঁধ; এসো এক সাথে রুখি শিক্ষা-ধ্বংসের কালো হাত’ স্লোগান সামনে রেখে এবারের সম্মেলন ও কাউন্সিলের মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়। 

গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা অনুষদের গগন হরকরা গ্যালারি রুমে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিকে শপথ পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়নে কেন্দ্রীয় কমিটির সভাপতি ফয়েজ উল্লাহ। 

নবগঠিত কমিটির অন্যরা হলেন সহসভাপতি রুমি নোমান, ইমানুল সোহান, সহকারী সাধারণ সম্পাদক হিরা দেবনাথ, সাংগঠনিক সম্পাদক মেহেদী রাফি, কোষাধ্যক্ষ ওবায়েদুর রহমান আনাস, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক উদয় দেবনাথ। প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া মাহমুদ মীম, সাংস্কৃতিক সম্পাদক নূর আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুমন শেখ, সমাজকল্যাণ সম্পাদক সাকিব হোসেন, ক্রীড়া সম্পাদক রাজিন।

কার্য নির্বাহী সদস্য হিসেবে আছেন নূরুন্নবী সবুজ, আহমেদ তৌফিক, ইশতিয়াক আহমেদ, মাহমুদুল হাসান, সিয়াম আহসান, তন্ময় বৈদ্য, সবুজ আলম, মোখলেসুর রহমান সুইট, মামুন হাবিব, আঁখি, আসিফ, মাহমুদুল ইসলাম দীপু, আহসান হাবিব রানা। 

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি জি কে সাদিক বলেন, ‘সংগঠন আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে, তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। সংগঠনের স্বার্থে আমরা একযোগে কাজ করে একটি মডেল শাখা হিসেবে উপহার দিব।’ 

কাউন্সিল উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সম্পাদক সরদার রুহীন হোসেন প্রিন্স এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ফয়েজ উল্লাহ। 

সাতক্ষীরায় বাইসাইকেল চুরিতে অভিযুক্ত ব্যক্তিকে ‘মব ভায়োলেন্স’ থেকে উদ্ধার করল বিজিবি

কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল

বিদেশ ভ্রমণকর জালিয়াত সেই শামীম পুলিশের জালে

কুমারখালীতে দুই এএসআই হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মাগুরায় শিশু ধর্ষণের আসামিদের সহায়তা দেবেন না কোনো আইনজীবী

মাগুরায় ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতে পাচারকালে সোনার ১৫ বার জব্দ, আটক ১

মাগুরায় শিশু ধর্ষণ: গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে

সেখানে প্রতিদিন ইফতার করেন ৮ হাজার মানুষ

চার দিনেও চেতনা ফেরেনি ধর্ষণের শিকার শিশুটির